৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম’র সমাবেশ
মহানগর সংবাদ দাতাঃ
ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে ১৮ আগস্ট ২০২১ বিকাল ৫ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।গণসংহতি আন্দোলনের সদস্য সচিব এবং বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক ফরহাদ জামান জনির সভাপতিত্বে বাসদ নেতা রায়হান উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমী, বাসদ জেলা সদস্য হেলাল উদ্দিন কবীর, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক প্রমুখ।

বক্তাগণ বলেন, সরকার করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, টেস্ট, চিকিৎসা এবং টিকা সংগ্রহ ও প্রয়োগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা চিকিৎসা ও টিকা নিয়ে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা-সমন্বয়হীনতা, নৈরাজ্য সৃষ্টি ও দুর্নীতির জন্ম দিয়েছে। গণটিকা কার্যক্রমকে দলীয়করণ করে প্রতিটি টিকা কেন্দ্রকে করোনা বিস্তারের হটস্পটে পরিণত করা হয়েছে। সরকার যখন করোনা মোকাবিলাসহ সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। উল্লেখ্য করোনা মোকাবেলায় বাম গনতান্ত্রিক জোট ৫ দফা দাবি জানিয়েছে। বাম জোট ঘোষিত ৫ দফা দাবি সমূহঃ ডিসেম্বর ২০২১ এর মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত কর। জেলা- উপজেলায় হাসপাতালে বেড সংখ্যা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ জনবল বাড়াও ; ফিল্ড হাসপাতাল নির্মাণ কর। করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য, নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদ মুক্ত ঋণ প্রদান কর। সকল শিক্ষক শিক্ষার্থীকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও। করোনা মোকাবেলায় ব্যর্থ সরকার পদত্যাগ কর।

নিউজটি শেয়ার করুনঃ