চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল শুরু
ক্রীড়া সংবাদ দাতাঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল (বালিকা অনুর্ধ্ব-১৭) ২০২১ এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান বিশেষ অতিথি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ দোলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল হাসান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক পিপিএম (সেবা), বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম, মোঃ হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুলইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফর আহমদ, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শমিষ্ঠা রায়, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান, টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে, সিডিএসএ নির্বাহী সদস্য আবু সামা বিপ্লব, আরিফুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য মোঃ ইউসুফ, মোঃ শাহজাহান, রেখা আলম, রেজিয়া বেগম ছবি, মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, প্রদীপ ভট্টচার্য্য, হারুনুর রশিদ, নাছির মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।

১৭ আগস্ট খেলার ফলাফল-বালক অনুর্ধ্ব-১৭ ১ম খেলা- কক্সবাজার ৪, ফেনী ০ (গোলদাতা- সালাহউদ্দিন ১, শেখ আহমদ ৩)২য় খেলা- কুমিল্লা ৪, লক্ষ্মীপুর ০ (গোলদাতা-হাসান ১, নেছার উদ্দিন ৩) বালিকা অনুর্ধ্ব-১৭ ১ম খেলা-ফেনী ২, কক্সবাজার ০, ২য় খেলা-কুমিল্লা ৩, লক্ষ্মীপুর ০, (গোলদাতা- আকলিমা আক্তার ১, লাবন্য আক্তার ১, নুসরাত জাহান ১)।

নিউজটি শেয়ার করুনঃ