পটিয়ায় বিদেশগামী কর্মীদের টিকা প্রত্যাশী’র সচেতনতামূলক প্রচার ক্যাম্পাইন
পটিয়ায় বিদেশগামী কর্মীদের টিকা প্রত্যাশী’র সচেতনতামূলক প্রচার ক্যাম্পাইন
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন “সিমস” প্রকল্পের নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আয়োজনে পটিয়া উপজেলার হাইদগাও, ভাটিখাইন ও জিরি ইউনিয়নে দিনব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ও বিদেশগামী কর্মীদের টিকা গ্রহণ করা বিষয়ে প্রত্যাশী’র সচেতনতামূলক মাইকিং কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে স্থানীয় সরকার পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রত্যাশীর মাইক্রোফিন্যান্স এর ব্রাঞ্চ ম্যানেজার এর উপস্থিতিতে কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়৷
মাইকিং কার্যক্রমের পাশাপাশি এলাকার প্রতিটি পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করে এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে করোনা মহামারী সম্পর্কে ধারণা, প্রবাস ফেরত ব্যাক্তিদের সরকার প্রবর্তিত নিয়মে টিকা প্রদানের নিয়মকানুন এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়৷ প্রত্যাশীর সিমস প্রজেক্টের সোস্যাল মোবিলাইজার বিজেতা বৈদ্য, তানভীন আকতার আঁখি ও মারুফ উদ্দিন আহমেদ সার্বিক সহযোগীতায় পরবর্তী ধাপে আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হবে৷