সীতাকুণ্ডে উপকূলীয় বন থেকে মৃত ডলফিন উদ্ধার
সীতাকুণ্ডে উপকূলীয় বন থেকে মৃত ডলফিন উদ্ধার
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে শুক্রবার (২০আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় সাগর উপকূলে কেওড়া বাগানে কাজ করার সময় বন কর্মিরা মৃত ডলফিনটি দেখতে পান। সাড়ে ৬ফুট লম্বা ও ২মন ওজনের মৃত ডলফিনটি উদ্ধারের পর সংরক্ষিত উপকূলীয় বনে মাটি চাপা দেন বন বিভাগের কর্মকর্তারা।
উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচএম জলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বগাচতর সাগর উপকূলে সাগর থেকে মৃত অবস্থায় ভেসে আসে ডলফিনটি। ধারণা করা হচ্ছে ডলফিনটি ৫/৭দিন আগে সাগরে মারা যেতে পারে। পরে পানিতে ভেসে উপকূলে চলে আসে। ঐ এলাকায় বনায়নের কাজ করার সময় বন বিভাগের কর্মিরা মৃত ডলফিনটি দেখতে পায়।