জেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাধান বোয়ালখালীর রিজেন্ট টেক্সটাইলের শ্রমিক অসন্তোষ
বোয়ালখালী উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রিজেন্ট টেক্সটাইল এর শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবীতে কারখানার ভিতর থেকে গেইট বন্ধ করে অবস্থান করে। অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ শনিবার ২১ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করে। শ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে ছিল তাদের বেতন বৃদ্ধি ও বেতনের ১০% ইনক্রিমেন্ট, জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট বাস্তবায়ন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, নতুন এবং পুরাতন কর্মচারীর মধ্যে বেতনের ভারসাম্য বজায় রাখা।

স্টাফ অফিসার টু ডিসি ওমর ফারুক জানান, ঘটনার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে শ্রমিক এবং মালিক পক্ষের সাথে মিটিং করেন। দীর্ঘ আলোচনা শেষে সমস্যার সাময়িক সমাধান করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।মিটিংয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ