দুই কেজি গাঁজাসহ মাদক সম্রাট ফেরদৌস গ্রেফতার
দুই কেজি গাঁজাসহ মাদক সম্রাট ফেরদৌস গ্রেফতার
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে ফেরদৌস শিকদার ফিদ্দুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে ২কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত ফেরদাউস শিকদার (ফিদ্দুল) কাশিপুর গ্রামের মৃত: নূর ইসলাম শিকদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সঞ্জিত ঘোষের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, কনস্টেবল আজাদ, সালমান, মোহন সহ লোহাগড়া উপজেলাধীন কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ফেরদাউস শিকদার ফিদ্দুল (৪০) কে মাদক সহ আটক করেন। আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ নিষিদ্ধ ২ কেজি গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সঞ্জিত ঘোষ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ফেরদৌস কে আটক করতে সক্ষম হই এবং তার বিরুদ্ধে লোহাগড়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।