মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ—শহীদুল ইসলাম
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ—শহীদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
২১ আগস্ট নোয়াখালী পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও পুলিশ মিডিয়া সেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ সুপার জেলায় যোগদানের পর গত ২০ দিনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় সাংবাদিকগণ তাদের বিভিন্ন বিষয় পুলিশ সুপার এর নিকট তুলে ধরেন।পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, যখনকার ঘটনা ঠিক তখনই সঠিক তথ্য প্রদানে আমি নোয়াখালী জেলাবাসীর জন্য প্রেরিত হয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠায় দিন রাত আমাকে পাশে পাবেন। জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় পুলিশ সুপার তাদের দেয়া তথ্য যাচাই করে জেলা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। তিনি সাংবাদিকদের যে কোন অপরাধের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. খালেদ ইবনে মালেক ও পুলিশ কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।