“সিটি মেয়র ও কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা” ড্রেনের কাজ না করায় ভোগান্তিতে মাইজপাড়ার বাসিন্দারা
“সিটি মেয়র ও কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা” ড্রেনের কাজ না করায় ভোগান্তিতে মাইজপাড়ার বাসিন্দারা
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
নগরীর পতেঙ্গা থানাধীন মাইজপাড়ায় দীর্ঘদিন যাবৎ ড্রেনের উন্নয়ন কাজ না করাতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এভাবে জনগণ হাটু পানি মাড়িয়ে চলাচল দীর্ঘ কয়েক বৎসর। ৪০নং ওয়ার্ড কন্ট্রোল মোড় হয়ে মাইজপাড়া সংলগ্ন এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানি নিচে নামানোর মত ড্রেনের কোন সু-ব্যবস্থা নেই বললে চলে। ২১ আগস্ট শনিবার সকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ড্রেন না থাকার দৃশ্য স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায় দুর্ভোগের কথা। ড্রেনের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে নুর মোহাম্মদ, মুছা, মফিজুর রহমান ও আব্দুল তাহের বলেন, উন্নয়ন হলেও মাইজপাড়া অংশের কোন কাজ হচ্ছে না। বিগত কয়েক মাস আগে কোন সেবক বা পরিস্কার-পরিচ্ছন্নতা বিভাগের কোন কর্মীকে তারাদেখতে পাই নি। ফলশ্রুতিতে সামন্য বৃষ্টি আর প্রবল জোয়ারের পানি ৫-৭দিন পর্যন্ত জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যার কারণে এলাকার নিচু অংশ প্রায় সব ঘরবাড়ীতে বৃষ্টির পানি জমে নানান রোগ সৃষ্টি হচ্ছে।
এপর্যন্ত কোন জনপ্রতিনিধি এই মাইজ পাড়া এলাকায় উন্নয়নের কাজ করছেন না বলে তারা অভিযোগ করে বলেন। বিভিন্ন নালা, ড্রেন, সড়ক আর পুকুর জলে একাকার হয়ে আছে বিশাল এলাকা জুড়ে। এদিকে একই অবস্থা দেখা যায় পূর্বকাটগর থেকে শফি হাজীর বাড়ী পর্যন্ত ড্রেনের ময়লা পানি আর দোকান-বাসাবড়ী ও ঘরের আবর্জনা জমে বৃষ্টির পানি সড়কের উপর গড়াচ্ছে।
পুরাতন কন্ট্রোলের মোড় থেকে মধ্যম পতেঙ্গার ওয়ার্ড অফিস এলাকার আশ-পাশে বৃষ্টির পানি জমে দীর্ঘ দিন পর্যন্ত জলাশয়ের মতো অবস্থা থাকে বলে জানিয়েছেন ভুক্তভোগিরা। তাই ৪০নং ওয়ার্ড কন্ট্রোল মোড় –মাইজপাড়া এলাকার ড্রেনের উন্নয়ন কাজ দ্রুতকরার জন্য চট্টগ্রাম সিটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর কে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন দূর্ভোগে থাকা এলাকাবাসী।