করোনায় আক্রান্ত চট্রগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রাম ৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আঃলীগের শ্রমও বিষয়ক উপ-কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-কমিটির সদস্য এবং চট্রগ্রাম উওর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি ২ ডোজ টিকা গ্রহণ করেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর (২০আগস্ট) শুক্রবার বিকালে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।বিষয়টি নিশ্চিত করেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ বলেন, গত কয়েকদিন ধরে এমপির হালকা জ্বর ও মাথাব্যথা ছিল।

এতে সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।শুক্রবার প্রকাশিত রিপোর্টে তার ফল পজিটিভ আসে। একই দিন এমপির পাশাপাশি তার স্ত্রী-সন্তানরাও নমুনা দেন। তবে তাদের রিপোর্ট করোনা নেগেটিভ আসে। এমপি দিদারুল আলম জানান, গত ১৩ই আগস্ট তার হালকা জ্বর আসে ও মাথাব্যথা দেখা দেয়।২দিন পর সে জ্বর চলে যায়। এর পর থেকে পুনরায় জ্বর ও মাথাব্যথ্যা গত মঙ্গলবারে দেখা দেয়। সন্দেহ দূর করতে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিলেও তিনি যাত্রা স্থগিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ