মইজ্যারটেক এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
মইজ্যারটেক এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই
কর্ণফুলী থানা প্রতিনিধিঃ
মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম কর্ণফূলী থানাধীন মইজ্যারটেক আরাকান সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ ফোরকান(৩৩) ও মোঃ হেলাল(৩৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফূলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মোঃ ফোরকান(৩৩), পিতা-আবদুর রহমান, মাতা-রাবেয়া খাতুন, স্ত্রী-জোৎসনা আক্তার, সাং-উত্তর শীলখালী সাইক্লোন সেন্টারের পশ্চিমে, আবদুর রহমানের বাড়ি, শাপলাপুর বাজারের দক্ষিন পাশে, বাহাড়ছড়া ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। মোঃ হেলাল(৩৩), পিতা-মৃত মনছুর খান, মাতা-আলেয়া বেগম, স্ত্রী-সালমা বেগম, সাং-কৃষ্ণকাঠি, খলিফাবাড়ি, পুলিশ লাইনের পিছনে, থানা-সদর ঝালকাটি, জেলা-ঝালকাটি।