সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে মহামারী প্রতিরোধ করতে হবে
সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে মহামারী প্রতিরোধ করতে হবে
হোসেন মিন্টুঃ
লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে আয়োজিত সেফটি এওয়ারনেস ক্যাম্পেইন এ বক্তারা বলেন, সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে মহামারী প্রতিরোধ করতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে এর কোনো বিকল্প নেই। নগরীর নিউ মার্কেট এলাকার জনসাধারণের মাঝে মহামারী প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত উক্ত কর্মসূচি ও মাস্ক বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর ভাইস প্রেসিডেন্ট লায়ন এইচ.এম সোহেল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়নস্ ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর রিজিওনাল চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন ফরিদ আহমদ, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মশিউর রহমান চৌধুরী, লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান সেক্রেটারী কল্লোল দাশ, সানি দত্ত, মোঃ আলমগীর, মোঃ কাওসার হোসেন আকাশ, আহসান হাবীব হিমেল, মোঃ জনি প্রমুখ।
বক্তারা বলেন, মহামারীর প্রকোপ থেকে আমরা কেউই নিরাপদ নই। সমাজের প্রতিটি শ্রেনী-পেশার মানুষের জানমাল এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা এর থেকে পরিত্রান পেতে পারি। ভবিষ্যতেও যেকোন মহামারী প্রতিরোধে আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এর নিরিখে জীবনাচরণ নির্ধারণ করতে হবে। বক্তারা বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনের আহবান জানান এবং এই সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কর্মসূচি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্যোগে আয়োজিত সেফটি এওয়ারনেস ক্যাম্পেইন এর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।