চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে ফাইনালে চট্টগ্রাম
চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে ফাইনালে চট্টগ্রাম
ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে দুটি সেমি ফাইনালে গত কাল ২২ আগস্ট খেলার ফলাফলে- (বালক অনুর্ধ্ব-১৭) ১ম খেলা- চট্টগ্রাম ১, কক্সবাজার ১(গোলদাতা-চট্টগ্রাম- নাহিদ আল নয়ন-১, কক্সবাজার- সালাউদ্দিন সাহেদ-১) ২য় খেলা- চট্টগ্রাম মহানগর-১, রাঙামাটি-০ (গোলদাতা-চট্টগ্রাম-মো. ছালাম)। বালিকা অনুর্ধ্ব-১৭ ১ম খেলা- ব্রাহ্মণবাড়ীয়া ৬, চট্টগ্রাম-০ (গোলদাতা- ব্রাহ্মণবাড়ীয়া- আরিফা-৩, পুজা-৩) ২য় খেলা- খাগড়াছড়ি-৫, চট্টগ্রাম মহানগর-০ (গোলদাতা- সোনারী চাকমা-১, কিচিং ত্রিপুরা-১, ক্রানুচিং মারমা-১,উমিরা মগ-১, পাইমাচিং মারমা-১)।
প্রতিযোগিতার ফাইনালে উত্তীর্ন দল-বালক অনুর্ধ্ব-১৭- চট্টগ্রাম জেলা বনাম চট্টগ্রাম মহানগর। বালিকা অনুর্ধ্ব-১৭-খাগড়াছড়ি বনাম ব্রাহ্মনবাড়িয়া আগামী ২৪ আগস্ট দুপুর ২:৩০মি-এ বালিকা অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাটি এবং বিকাল ৪:৩০মি-এ বালক অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাটি চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. কামরুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ও সভাপতি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।