লালখানবাজারে প্রতিপক্ষের মারাত্মক আঘাতে একজন নিহত “গৃহবধূ গ্রেফতার”
লালখানবাজারে প্রতিপক্ষের মারাত্মক আঘাতে একজন নিহত “গৃহবধূ গ্রেফতার”
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর লালখানবাজারে প্রতিপক্ষের বেধড়ক মারধরে আব্দুল মালেক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনোয়ারা বেগম আনু (৪০) নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) রাত ১১টায় মতিঝর্ণা ৫ নম্বর লেইনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আনোয়ারা বেগম ঐ এলাকার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী। নিহত আব্দুল মালেকের মেয়ে হোসনে আরা বলেন, প্রতিবেশি আলাউদ্দিন এবং জসিম মদ খেয়ে মাতলামী করে সড়কের পাশে থাকা রাবিশ (পাথরের গুঁড়া) রাখা নিয়ে ঝগড়া করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়। এরা প্রায়ই মদ্যপান করে ঝগড়া করেন। প্রতিবাদ করায় তারা চড়াও হয়ে আমার মাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। তিনি আরও বলেন, এক পর্যায়ে মাদক ব্যবসায়ী হোসেন আরা ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে মারামরি লেগে যায়।
এ সময় আলাউদ্দিনের পরিবারের এক সদস্য (জাহেদার জামাই) কিল-ঘুষি মারতে থাকেন আমার বাবাকে। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়ারা বাবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আশিক। তিনি বলেন, লালখানবাজার এলাকায় দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে আবদুল মালেক নামে একজন মারা গেছেন। নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান। তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পরিবারে মধ্যে ঝগড়ায় এক বৃদ্ধ মারা গেছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আলাউদ্দিন স্ত্রী আনোয়ারা বেগম আনুকে আটক করে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।