সীতাকুণ্ডে লোকালয় থেকে বিরল প্রজাতির হেলে সাপ ও অজগর উদ্ধার
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামে সীতাকুণ্ড পৌরসদরের শেখনগর এলাকায় একটি মুরগির খামার থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (২২আগস্ট) বিকাল ৩টার সময় স্থানীয় খামারী মোঃ খোরশেদ আলমের মুরগির খামারে ইঁদুর ধরার ফাঁদে সাপটি আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী নুর মুহাম্মদ দৈনিক নব দেশ বার্তা কে বলেন, সারেংপাড়া এলাকার মোঃ খোরশেদ আলম তার শেখ পাড়ায় অবস্থিত মুরগির খামারের খাদ্যের বস্তা ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করতে বড় খাঁচায় একটি ফাঁদ বসান। রবিবার বিকাল ৩টায় ঐ ফাঁদে একটি ইঁদুর ঢুকলে সাপটিও কাঁচায় ঢুকে পড়ে। পরে খামারী মোঃ খোরশেদ আলম সাপটিকে খাঁচাসহ সীতাকুণ্ড রেল স্টেশন এলাকায় নিয়ে আসে। বিষয়টি বন বিভাগ জানতে পারলে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জ কর্মকর্তা সুখেন বড়ুয়া দৈনিক নব দেশ বার্তা কে জানান, স্থানীয় মুরগির খামারে একটি সাপ ধরা পড়ার সংবাদ পেয়ে রাতেই সীতাকুণ্ড বিট কর্মকর্তা কে পাঠিয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড বিট কর্মকর্তা মনিরুজ্জামান দৈনিক নব দেশ বার্তা কে জানান, সাপটি ৫ফুট ২”দৈর্ঘ্যের এটির নাম হেলে। তবে সাপটি শান্ত স্বভাবের এবং বিষধর নয়। এধরণের সাপ সহজে কাউকে কামড় দেয় না।সোমবার সাপটি কে সীতাকুণ্ডের গহীন বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

একই দিনে উপজেলার একটি বাড়ির উঠানে ধরা পড়েছে একটি জীবিত অজগর সাপ।রবিবার(২২আগস্ট) দুপুর ১২টার সময় ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বক্তার পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। জানা যায়, ঐবাড়ির পাশের একটি গাছের উপর সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক মিলে সাপটিকে উদ্ধার করে। পরে তারা সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়া অজগর সাপটি ৭ফুট দৈর্ঘ্যের এবং ওজন আনুমানিক ১০কেজি। সীতাকুণ্ডের শীতলপুর ফরেষ্ট রেঞ্জের বিট কর্মকর্তা প্রমানিক জানান, স্থানীয় কয়েকজন যুবক একটি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। পরে আমরা সাপটিকে বিট অফিসের পূর্ব পাশে পাহাড়ি বনে অবমুক্ত করেছি।

নিউজটি শেয়ার করুনঃ