ঔষধের দোকান ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত বিভিন্ন ঔষুধ ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টারে এবং ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪আগস্ট) বিকাল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ডাক্তারের স্যাম্পল বিক্রয় ও অননুমোদিত ঔষুধ বিক্রয়ের অভিযোগে “ঔষুধ আইন, ১৯৪০” এর আওতায় সীতাকুণ্ড বাজারের ন্যাশনাল হাসপাতাল ফার্মেসীকে ৫,০০০/- টাকা, তাহমিদ মেডিসিন সেন্টারকে ৫,০০০/- টাকা, হাসপাতাল রোডের ভাই ভাই মেডিকেল সেন্টারকে ৭,০০০/- টাকা এবং হাসান ফার্মেসীকে ২,০০০/- টাকা জরিমানাসহ ৪টি মামলায় মোট ১৯,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

কিন্তু কিছু দোকানের মধ্যে অবস্থান করার পরও অনেক খুঁজা খুঁজি করে কোন রকমের মেয়াদউওীর্ণ ঔষুধ, ডাক্তারের স্যাম্পল বিক্রি পাইনি। এর মধ্যে রয়েছে মা মনি মেডিকেল ষ্টোর, আশসেফা ফার্মেসী, জনসেবা মেডিকেল ষ্টোর, নুহাস মেডিকেল হল। এসব ফার্মেসীতে কোন রকমের বেনামী ঔষুধ না পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান নির্বাহী অফিসার। কিন্তু উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর আঁচ করতে পেরে লাইসেন্সবিহীন কিছু ঔষুধের দোকান বন্ধ করে চলে যাই কিছু অসাধু ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুনঃ