সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩,৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার তিন
সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩,৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার তিন
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ওসি (তদন্ত) সুমন বণিক এর দিকনির্দেশনায় এসআই (নিঃ)/পারসিত চাকমা, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২২/০৮/২০২১ সন্ধ্যা আনুমানিক ৬ টায় সীতাকুণ্ড পৌরসদর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করেন।
আটকৃত আসামীরা হলেন ঠাকুরগাঁ জেলার কালিয়াডাঙ্গী উপজেলার ছোটরিয়া এলাকার আলাউদ্দীনের পুত্র -মোঃ ইকরামুল হক (৩৫) ও অপর আসামী একই উপজেলার বেততলা এলাকার ইসলাম উদ্দীনের পুত্র মোঃ নবাব আলী (৩০)’কে আটক করে। একই দিনে এসআই (নিঃ) / আশরাফ ছিদ্দিক, সঙ্গীয় অফিসার- ফোর্সসহ সকাল ৯ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ১,৫০০(এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটহ আসামী- সালেহা বেগম (৩০)’কে আটক করেছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক এঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।