একটি পাঁচ পায়ের পিঁপড়া
প্রদীপ দত্ত
সাদা মখমলের বিছানায়
অঘোরে ঘুমাচ্ছে কৃষ্ণককলি
লাইট জ্বাললে ওর ঘুম
ভেঙে যাবে।
নিঃশব্দে পোকা খাচ্ছে
দেয়ালের সাদা টিকটিকি।
আকাশে ফিকে রঙের চাঁদ
মাঝে মাঝে মেঘের আড়ালে
চলে যাচ্ছে।
পাঁচ পায়ে হেটে চলেছে
একটি পিঁপড়া
গন্তব্য শুধু ওর জানা।
মনের মধ্যে উঁকি দিচ্ছে
একটি ভেজা পিঙ্গল চোখ
একরাশ বিষন্নতা ভরা।
চোখ দুটো জলে ভেজা।
পিঁপড়াটা তার ছিড়ে যাওয়া
পাটা খুঁজে বেড়াচ্ছে।
নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ