সীমান্তে সমুদ্রের
প্রদীপ দত্ত
নীল রৌদ্রুর বয়ে চলে
মধ্য রাতের আকাশে
যদি মধ্য রাতে দাড় কাক
ডানা ঝাপটায়ে উড়ে চলে
সাগর সীমান্তে-
যদি অনাগত পূর্নিমায়
সাগরে ঢেউ ভাঙে
পাড়ের বাতাসে।
তবে জীবনও হতে পারে
অসীম বসন্তের নীলিমার সাথে।
আজ হঠাৎ ই মধ্য রাতে
সাগর কিনারায়
নিয়তির ইশারায়।

নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ