‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ চট্টগ্রাম মহানগর সহ সারাদেশ ও বিদেশের সকল কমিটির একযোগে স্মারকলিপি প্রদান
আরজুন নাহারঃ
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, কালরাত্রিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে শক্তিশালী কমিশন গঠন সহ মরনোত্তর বিচার আইন প্রণয়নের দাবীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুসারে ২৫ আগষ্ট’ ২১ বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ মোমিনুর রহমানকে স্মারক লিপি প্রদান করে। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’, চট্টগ্রাম মহানগর সভাপতি পিনাকী দাশ সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহম্মদ, মোহাম্মদ সেলিম, দেলোয়ার হোসেন, সায়েম উদ্দীন, জয়েন উদ্দীন জয়, রেজাউল করি রিটন, কছির উদ্দীন, শিব্বির আহমেদ বাহাদুর এবং মোঃ ফয়েজ প্রমুখ। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ উত্তর জেলা শাখার আহবায়ক মার্শাল কবির পান্নু সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান উত্তর আদালত ভবন চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন- বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্রষ্টা, জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান কে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে নৃশংস পন্থায় হত্যা করে।

জাতি হারায় তার আজম্ম লালিত শ্রেষ্ঠ সন্তানকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মনে করে কতিপয় বিপথগামী আত্মস্বীকৃত সেনা সদস্যরা সরাসরি ঐ নির্মম খুনের সাথে জড়িত থাকলেও পর্দার অন্তরালে রয়ে গেছে সেসব কুশীলবরা, যারা ক্ষমতা ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনগুলোকে উলটোপথে পরিচালিত করে। সে ষড়যন্ত্র এখনো চলমান। এমন একটি বাস্তব পরিস্থিতিতে শুধুমাত্র আত্মস্বীকৃত খুনিদের বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়েই দেশ ও জাতি বিরোধী ষড়যন্ত্রের কূট কৌশল থেকে জাতিসত্বাকে রক্ষা করা সম্ভব নয়। প্রয়োজন ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা। তাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল নেতা কর্মীগন ১৫ আগষ্টে বঙ্গবন্ধু সহ যারা হত্যার শিকার হয়েছেন, হত্যার নেপথ্যে ষড়যন্ত্র ও পরিকল্পনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ যারা সংযুক্ত ছিল তাদের চিহ্নিত করে অনুসন্ধান ও তদন্ত করে বিচারের নিমিত্তে জাতির সম্মুখে প্রকাশের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন গঠন করার জোর দাবী জানাচ্ছে। পাশাপাশি ইতমধ্যে মৃত অপরাধীদের শাস্তি বিধানের জন্য মরণোত্তর বিচার আইন প্রণয়নের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবী জানানো হচ্ছে। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উল্লেখিত দাবীর পক্ষে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহ, সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্র ও আইন মন্ত্রী বরাবর এবং সারাদেশে জেলা প্রশাসক বৃন্দকে একযোগে ২৫ আগষ্ট’২১ মাননীয় মন্ত্রীদের বরাবর স্মারকলিপি প্রদান করে।

নিউজটি শেয়ার করুনঃ