অবিলম্বে সকল শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক
অবিলম্বে সকল শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক
আরজুন নাহারঃ
আজ ২৭ আগস্ট শুক্রবার নগরীর লালখানবাজার মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ এক বিক্ষোভ সমাবেশ আয়োয়োজন করে। শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিয়ে দ্রুততম সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ ছাড়া সংগঠনটির নেতারা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিংয়ের ব্যবস্থা, অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সহঃ সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, বন্দর থানার সাধারণ সম্পাদক আলামিন হোসেন জীবন, পাহাড়তলী থানার সাংস্কৃতিক সম্পাদক শুভ দেবনাথ, হালিশহর থানার সদস্য সাজ্জাতুর জামান অভি, চুয়েট ছাত্র ইউনিয়ন সদস্য চিরঞ্জিত দাশ। জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, “জাতির মেরুদণ্ড শিক্ষা আজ বৈষম্যের চরমে অবস্থান করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে নিলেও জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্তমানে শিক্ষাগ্রহণের সব পথ বন্ধ। করোনার এই সময়ে দেশে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, শিক্ষার্থীরা এর প্রতিবাদ করবে, মিছিল-মিটিং হবে। এই ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না।”