ক্ষত বিক্ষত আগষ্টের সারা গায়
প্রদীপ দত্ত
একটি মানচিত্র নিয়ে টানাটানি করে শেয়াল ও শকুন।
ওটা এখন একদল নেড়ির দখলে
পত পত করে পতাকা ওড়ে
পতেঙ্গার দেয়াল জুড়ে, প্রতিটি বিকেলে।
একটি জাতির মাথার ওপরের ছায়া হয়ে রয়
একটি পতাকা কাটাকুটি বিহীন সংবিধান
অথবা ৭১’ রের প্রতিশ্রুতি
কত স্মৃতি নিয়ে মৃত দেহ গুলোও জেগে রয়
গণকবরে।
সেদিন হায়েনা গুলোও সুযোগ নিয়েছিলো
২১ আগষ্টে পল্টন ময়দানে
আর্জেস গ্রেনেডে পোড়াতে চেয়েছিলো
স্বাধীনতার সপ্ন প্রদীপ সংগোপনে।                            নব দেশ বার্তা / কবিতা 

 

নিউজটি শেয়ার করুনঃ