গোবিন্দগঞ্জ থেকে ডাকাতির মালামাল দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে বুধবার রাতে সদর উপজেলার আমদই ইউনিয়ন থেকে ডাকাতি হওয়া ২ টি মোটরসাইকেল, নগদ অর্থ, স্বর্ণের আংটি, মোবাইল ডাকাতি হলে। থানায় ডাকাতি মামলা দায়েরর মাত্র ৭ঘন্টার মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জয়পুরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিনজন সদস্যকে আটক করেছে। জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভূঞা-(পিপিএম)-সেবা’র কঠোর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলায় জয়পুরহাট সদর থানা ও জেলা ডিবি-পুলিশের একটি যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ ডাকাত দলের তিনজন সদস্যকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল বাতাইল এলাকার আঃ জলিলের ছেলে আইনুল ইসলাম(৩৯), উপজেলার পলুপাড়া ও বর্তমান হীরকপাড়া এলাকার আকিলের ছেলে সাহারুল(৩৫) ও পলুপাড়া এলাকার ময়েন উদ্দিনের ছেলে রফিক(২৪)। থানা ও মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের তেঘরা দণ্ডপাণি এলাকায় বুধবার ২৫ শে আগস্ট রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্যরা ডাকাতি চালিয়ে ২ টি মোটরসাইকেল, ১টি স্বর্ণের আংটি, নগদ ১লাখ ২৫ হাজার টাকা ও ৪ টি দামী মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়। ডাকাতির বিষয়ে সদর থানায় মামলা নং-৭২, ২৫-০৮-২০২১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ডাকাতি ও থানায় মামলা দায়ের বিষয়টি জয়পুরহাট জেলা পুলিশ মাছুম আহাম্মদ ভূঞা-(পিপিএম)-সেবা’র দৃষ্টিগোচর হয়। পরে পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা দায়েরর মাত্র ৭ঘন্টার মধ্যে জয়পুরহাট সদর থানা পুলিশ ও জেলা ডিবি-পুলিশের ব্যাপক তৎপরতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেল, নগদ ৫৩ হাজার ২৮০ টাকা, ১টি NOKIA মোবাইল ফোন, ১টি বড় ধারালো ছোরা, ১টি লোহার কাটাল, ১টি চাপাতি, ১টি সামুরাই, ১টি রাম দা ও ১টি ছোট ছুরি উদ্ধারসহ ডাকাত দলের তিনজন সদস্যদের আটক করতে সক্ষম হয়। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান জানান, ডাকাতি হওয়ার পরে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ডাকাতদলকে ধরতে মামলার বিষয়টি পুলিশ সুুপার কঠোর দিকনির্দেশনা দিলে। সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ডাকাতির বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার সহ বিভিন্ন কৌশলে মাত্র ৭ ঘন্টার মধ্যেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিনজন সদস্যকে আটক করে জয়পুরহাট থানায় আনা হয়েছে। ডাকাতি সংঘটনের মাত্র ৭ ঘন্টার মধ্যে মালামাল ও দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাত দলের সদস্যদের আটক করাই জয়পুরহাট পুলিশ প্রশাসনকে জয়পুরহাটের সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ