মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
কোতোয়ালী থানা প্রতিনিধিঃ
এএসআই/সাইফুল আলম, এএসআই/রণেশ বড়ুয়া ২৬/০৮/২০২১ বিকাল অনুমান ০৫ঃ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ হতে মোঃ আলী হোসেন (৭০) কে গ্রেফতার করেন। সে ২০১১ সালে তার মেয়ে মোছাঃ নুর বেগম (৩৭) সহ ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে র্যাব কর্তৃক গ্রেফতার হয়। পরবর্তীতে র্যাব-০৭ বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৪৬, তাং-২৮/১২/১১, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(খ) রুজু হয়।
উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৫ম আদালতে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তিনি সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপন করে রাখে। এএসআই/সাইফুল আলম ও এএসআই/রণেশ বড়ুয়া তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে মোঃ আলী হোসেন, পিতা-মৃত আলী ফজল, সাং-এনায়েত বাজার, বাটালী রোড, শাহ আব্দুল্লাহ এর বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, মোঃ আলী হোসেন (৭০) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০৬টি মাদক মামলা আছে।