ফ্লাইওভার কেন্দ্রিক ডাকাত দলের সক্রিয় ০৭ সদস্য গ্রেফতার
কোতোয়ালী থানা প্রতিনিধিঃ
এসআই(নিঃ)/সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৮/০৮/২১ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে পুরাতন রেলষ্টেশন এলাকায় অবস্থানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গুপ্তচরের দেওয়া বর্ণনামতে কোতোয়ালী থানাধীন ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পাশের্বর মাঠ সংলগ্ন পরিত্যক্ত পাকা ঘরের মাঝের কক্ষে মোঃ হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মোঃ হাসান (১৯), মোঃ আরিফ(১৯), আনিচ(১৯) কে আটক করলেও একজন ব্যক্তি পালিয়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করে। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরী তালাকাটা কাটার, ০২টি লোহার তৈরী ছেনী, ০৫টি টিপ ছোরা পেয়ে ২৮/০৮/২০২১ রাত ০০.৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করেন। তাদের জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানাসহ পলাতক আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। তাৎক্ষনিক ধৃত তাদের সাথে নিয়ে চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান পরিচালনা করে ৭নং আসামী মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের পরবর্তী সকল আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা বহদ্দারহাট হতে লালখান বাজারগামী ফ্লাইওভারের গাডারে ছিনতাই ও ডাকাতি করার জন্য ওৎ পেতে থাকে। সুযোগ বুঝে তারা ছিনতাই করে থাকে।

এছাড়া তারা পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র এলজি ও টিপ ছোরা সহ অন্যান্য আলামত নিয়ে রাতের বেলায় ফ্লাইওভারের নিচে নির্জন এলাকায় এবং ঘটনাস্থলের আশপাশ সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ডাকাতি করে। আসামীরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফ্লাইওভারের গার্ডারের ভিতরে স্ল্যাবের কোনায় বিশেষ কায়দায় বসবাস করে। পুলিশ আসার সন্ধান পাওয়া মাত্রই ফ্লাইওভারের গার্ডারের পাশে ফাঁকা অংশ দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে বা ফ্লাইওভারের উপরে উঠে পালিয়ে যায়। তারা আরো জানায় যে, তারা বিভিন্ন সময় তাদের সহযোগীরা সহ ভোর ও রাত্রিবেলায় অবৈধ অস্ত্র সহ চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই/ডাকাতি করে ও ছিনতাই/ডাকাতি শেষে ফ্লাইওভারের বিভিন্ন গাডার এর ভিতর গিয়ে ছিনতাই/ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা করে থাকে। আসামীরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। ছিনতাই ও ডাকাতি করে জীবিকা নির্বাহ করাই তাদের একমাত্র আয়ের উৎস। পলাতক আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এসআই/সুকান্ত বাদী হয়ে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারা ও The Arms Act 1878 section 19A/19(f) ধারার ০২টি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ