আমি আর তুমি
প্রদীপ দত্ত
কবুতর ভালবাসা
নাকের তিল, চোখের তীর;
বন্যতা,ভালবাসার জংগল
অথবা সাগর পাড়েও থাকতে পারতাম:
বাগেরহাট,অথবা কলাপাড়া
যেখানে সাগরের বসবাস।
ভুল তীর ভোলা বা পটুয়াখালি
ওখানে অন্তর নেই
শুদ্ধ ভালবাসার,স্বার্থপরতা
সুখ সপ্ন কুরে কুরে খায়
বিশুদ্ধ ভালবাসা।
অমরাবতীর তীরে ভোর রাতে
এসো সখি স্নান কর-
হীমশীতল জলে
পান কর বিদগ্ধ ভালবাসা।
যা শপিং মলে বিক্রি হয়না
কোন মুদ্রায়!!

নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ