সীতাকুণ্ডের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অংশে ট্রেইলার উল্টে যান চলাচল বন্ধ
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি অংশে উল্টে গেছে ঢাকা মুখি একটি প্রাইম মুভার ট্রেইলার (চট্র-মেট্রো-ঢ ৬১০১০০)।শনিবার (২৮আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় ৯নং ভাটিয়ারি ইউনিয়নের কদম রসূল এইচএম শিপ ব্রেকিং এলাকায় একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ট্রেইলারটি উল্টে যায়। এতে ২জন আহত হয়। তাছাড়া ট্রেইলারটি আড়াআড়ি ভাবে উল্টে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজুরুল ইসলাম।

তিনি জানান, ঢাকামুখি প্রাইম মুভার ট্রেইলারটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে যায়।এতে কারো মৃত্যু হয় নি। তবে ২জন আহত হয়েছেন। তাদের কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ যানজট মুক্ত করতে উল্টে যাওয়া ট্রেইলার গাড়িটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ