অপসংস্কৃতি রোধে ও সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় নজরুল সাহিত্য চর্চা অপরিহার্য
অপসংস্কৃতি রোধে ও সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় নজরুল সাহিত্য চর্চা অপরিহার্য
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৮ আগস্ট শনিবার বিকাল ৪ টায় ‘বর্ণমালার হাট’-এর উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কর আইনজীবী কুতুব উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর আইনজীবী সনজয় আচার্য্য।সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গিতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক হিসেবে অন্যায়অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বিশ্ব মানবতার সাম্য প্রতিষ্ঠারজন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বর্তমান অপসংস্কৃতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় নজরুল সাহিত্য চর্চারগুরুত্ব অপরিহার্য্য। তাই বীর প্রসবিনী চট্টগ্রামে সরকারীভাবে নজরুলসাহিত্য একাডেমি প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে বক্তারা জোর দাবিজানান। সভায় বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হেফাজত ইসলাম চৌধুরী, কর আইনজীবী রিংকু দত্ত, কর আইনজীবী বসন্ত আশীষসুমন দাশ, কর আইনজীবী ধম্মের্দু কর, সংগঠনের সহ-সভাপতি করআইনজীবী জাবেদ আহমেদ, সাধারণ সম্পাদক বিজয় ভট্টাচার্য্য, করআইনজীবী নুরুল আজিম, কর আইনজীবী আবু কাউসার, কর
আইনজীবী আবদুর রাজ্জাক রাজু ও জনি আচার্য্য প্রমুখ।