এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লীগ-২০২১ এর শুভ উদ্বোধন
এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লীগ-২০২১ এর শুভ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদকঃ
এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লীগ-২০২১ উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ-সভাপতি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল ২৮ আগস্ট বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে আলোর ঠিকানা -মির্জাপুর খেলোয়াড় সমিতি কে ৩-০ গোলে হারায়। আলোর ঠিকানার পক্ষে খালেদ ইয়াছির ২ টি, অপরটি করেন কাউসার।
১১টিমের আসর থেকে সিডিএফএ সেরা খেলোয়াড় বাছাই করে বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা নিবেন বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, সিডিএফএ সভাপতি এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাঃসম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় আরো স্বাগত বক্তব্য রাখেন সিডিএফএর সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোঃ তাহেরুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী সহ অন্যান্য ক্রীড়া সংগঠক, কর্মকর্তা সহ অংশগ্রহণকারী টিমের কোচ, ম্যানেজার ওসভাপতি, সাঃসম্পাদক বৃন্দ। আজকের প্রথম ম্যাচে ২ঃ৩০ মিনিটে চবক ক্রীড়া সমিতি (সাদা) বনাম ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব, ২য় ম্যাচে (৪টায়) মাদার বাড়ী শোভনীয়া ক্লাব বনাম কিশোয়ান স্পোটিং এম.এ আজিজ স্টেডিয়ামে লড়বে।