জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবদুল মামুন, সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদ্বোধন উপলক্ষে মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯আগস্ট) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ২০২০-২১ আর্থিক সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ইউনিয়ন ভিওিক মৎস্য চাষিদের নিয়ে প্রশিক্ষণ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন। মামুন বলেন, আপনারা জানেন প্রতিবছরের মত আমাদের এই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা জয়েছে।পুরা সপ্তাহ ব্যাপী এই বাংলাদেশে মৎস্য নিয়ে যত প্রকার গবেষণা যত প্রকার কার্যক্রম আছে এটার উপর বিভিন্ন রকমের সভা, সেমিনার হবে। আমরা মনে করি পিছিয়ে থাকা বাংলাদেশ এখন আর নেই। আর এই বাংলাদেশ বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে আছে মৎস্য উৎপাদনে। আপনারা দেখতে পারছেন আমাদের ইলিশের উৎপাদন চট্রগ্রামে ১৩শ মেট্রিক টন। গত বছর থেকে বেশি ইলিশ আহরণ করা হয়েছে। ৬৫ দিনে সাগর থেকে মৎস্য আহরণ বন্ধ করা হয়েছে যার জন্যে এই মাছের বৃদ্ধির কারণ। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই বিচক্ষণ রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহম্মেদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।