যেভাবে ডোম হয়ে গেলাম
প্রদীপ দত্ত
আমি ব্রাম্মণ ছিলাম
ব্রাম্মত্ব যাবার পর
ব্রাম্মণীও আমাকে ছেড়ে গেল।
এরপর আমি শুদ্র হয়ে বাঁচতে চাইলাম
চৌদ্দ ঘরের শুদ্র
কিছুদিন পর তাদের সমাজও
আমাকে একঘরে করে দিল।
এরপর আমি চণ্ডাল হয়ে গেলাম
নিন্মবর্ণ নিয়ে ভাবলাম এবার আর
আমাকে কেউ বিরক্ত করতে
আসবে না-
আমি একজন চণ্ডালিনীরও
খোঁজ করতে লাগলাম
মানুষ একা বাস করতে পারেনা তাই।
নৌযান ডুবে দ্বীপে তবু বাস করেছে
কেউ কেউ ওয়ান ম্যান শো।
আমার এখন মন্দিরে পৌরহিত্যের
অধিকার আর নেই দূর থেকে বড় জোর
প্রণাম করতে পারি বিগ্রহ।
আমি এখন চন্ডাল, পলিয়া,নমশুদ্র।
কিছুদিন পর তারাও বলল আমি
সমাজহীন অসামাজিক সমাজচুত্য
একঘরে তাদের সাথে আমার আর
থাকার যোগ্যতা নেই।
আমাকে তারা শ্বশ্বানে
গিয়ে থাকতে বলল
তারা মরলে তাদের সৎকার এর
দায়িত্ব আমাকে দিয়ে ধন্য করল।
আমি ডোম হয়ে গেলাম।
সমাজ ও ধর্ম আমাকে
ডোম বানাল
আমি এখন ওদের ইচ্ছামত
পোড়াই জ্বালাই কাবাব বানাই।
আর অট্টহাসি হাসি
কালো আমাবস্বার রাতে
ওদের মাথার খুলিতে ভাত বেড়ে
খাই,সাথে বেগুন ভাজি।

নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ