আল হাসনাইন মিশন বাংলাদেশের উদ্যোগে
৭ম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত
হালিশহর থানা প্রতিনিধিঃ
আল হাসনাইন মিশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র আহলে বায়তে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে আজিমুশশান ৭ম শাহাদাতে কারবালা মাহফিল রোববার (২৯ আগস্ট) রাতে হালিশহরস্থ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দীন আল সান্জারী সভাপতিত্বে কারবালা মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মাদ মহরম হোসাইন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড নুরিয়া ইসলামিয়া মুনিরীয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মাদ মহিউদ্দীন তাহেরী নকশেবন্দী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দীন আল কাদেরী। সম্মানিত মেহমানবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মুহাম্মাদ এস এইচ শাকিল, আলহাজ্ব মুহাম্মাদ ইলিয়াস খান ইমু, সমাজসেবক মুহাম্মদ হাসান সওদাগর ও শেখ মোহাম্মদ মুসলিম উদ্দীন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসেন বাবুর্চি, হাফেজ আব্দুল কাদের, মীর হোসেন মিরু, মোঃ ইলিয়াছ, মোহাম্মদ আক্কাস, মো. আলমগীর, মোঃ এরশাদ অপু, আলী নেওয়াজ মুন্না, নাতখা হাসান রেজা আবেদী, শাহীদ উদ্দিন, মোঃ ইরফান।

মাহফিলে বক্তারা বলেন, নবী মুহাম্মদের সুপারিশ ছাড়া যেমন বেহেশতে যাওয়া যাবে না, তেমনি হযরত হোসাইন ইবনে আলী (রা:) এর আদর্শ বুকে ধারন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে না। ইমাম হোসাইন (রা:) কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। তাই সমাজ ও রাষ্ট্রে ইমাম হোসাইন এর দেখানো পথে চলার জন্য কাজ করতে হবে। তবেই ইসলামের প্রকৃত মর্মবাণী বাস্তব রূপ ধারণ করবে। বক্তারা আরো বলেন, কারবালা ময়দানে ইমাম হোসাইনকে হত্যার নির্দেশদাতা ইয়াজিদকে বড় এবাদতকারী হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন আলেম নামধারী ভন্ড মোনাফেক প্রচার করছেন। যা বেদনাদায়ক ও কষ্টকর। বক্তারা আরও বলেন, ইয়াজিদের পরিচয় ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতাকে চিরস্থায়ী ধরে রাখতে সত্য ও ন্যায়কে ভূলুণ্ঠিত করে কারবালার প্রান্তরে সত্য-ন্যায়ের মুক্তিদাতা নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দৌহিত্র ইমাম হোসাইনকে শাহাদাত করতে ইয়াজিদের বুক কাঁপেনি। মিলাদ মাহফিল শেষে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শানে দরুদ সালাম ও কিয়াম করেন মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দীন আল কাদেরী। পরিশেষে বিশ্বের মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী। প্রসঙ্গত, আল হাসানের মিশন বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবছর বৃহৎপরিসরে হালিশহর বাসস্টেশন মোড়ে আহলে বায়াত রাসূল (সা:) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীর কারণে এবার স্বল্প পরিসরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ