” আজ কবি প্রদীপ দত্তের জন্মদিন “
হোসেন মিন্টুঃ
বাংলাদেশ ১-৯-২১ ছিল কবি প্রদীপ দত্ত’র জন্মদিন ১ লা সেপ্টেম্বর রাত অনুমান ১০ টায় খুলনায় এক পূর্ণিমা ভরা রাতে কবি জন্ম গ্রহণ করেন। প্রদীপ দত্ত ছোটবেলা থেকেই ছিলেন একটু ব্যতিক্রমি মা বলতেন তুই না পড়েই পরীক্ষায় পাস করিস কিভাবে। কবি নিজেও তার প্রতিভা সম্পর্কে জানতেন না, আজন্ম বোহেমিয়ান কবি তার বন্ধু বৎসলতা দিয়ে জয় করে নিয়েছেন সবার হৃদয়ে তার প্রকাশিত গ্রন্থ ” সব তারা চুরি হয়ে গেছে ” প্রচ্ছদ চারু পিন্টু প্রকাশিত হওয়ার পর বাংলা সাহিত্যের সমস্ত কবিরা নড়ে চড়ে বসেন। এক ভিন্ন মাত্রার আধুনিকতার জন্ম দিয়েছেন তিনি তার কবিতায় জীবনানন্দের পরে এ এক নতুন সূচনা। বর্তমান সময়ের সমালোচকরাও তার কবিতায় হোঁচট খেয়ে বলতে বাধ্য হন আরে এতো নতুন দ্বীপ।বোহেমিয়ান কবি ব্যক্তিগত জীবনে পুলিশ কর্মকর্তা হলেও সব কিছু ছাপিয়ে তার কবি সত্তাকেই সবাই পছন্দ করেন।নিরহংকারী কবিও অত্যান্ত মানবিক ও বন্ধুবৎসল তাইতো পতেঙ্গা সিবিচ হয়ে উঠেছে কবি সাহিত্যিকদের মিলন মেলা।

দৈনিক নব দেশ বার্তা পরিবারের পক্ষ থেকে কবি প্রদীপ দত্ত কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক আপনার শুভ জন্মদিন।

নিউজটি শেয়ার করুনঃ