যতোই কর চালাকি ধরা খেয়ে বুঝ এবার জ্বালাকি
প্রকাশঃ ১ সেপ্টেম্বর ২০২১ | ৫:২৩
যতোই কর চালাকি ধরা খেয়ে বুঝ এবার জ্বালাকি
আরজুন নাহারঃ
চট্টগ্রাম ০১/০৯/২০২১ আনুমানিক রাত ১-০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মোজাম্মেল হক শাহ চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, চট্রগ্রাম উত্তর বন বিভাগ এর নির্দেশে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা, মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে টহল দল কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে ট্রাক নং চট্ট মেট্রো- ট – ১১- ৫৫৫৬ যোগে অভিনব কায়দায় ইটের গাড়িতে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টা কালে।
শীতলপুর সড়ক হতে সেগুন ও গামার গোল কাঠ সহ ট্রাক জব্দ করা হয়। অবৈধ সেগুন ও গামার গোল কাঠ ও ট্রাক ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।