মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিকি ইউনিয়নের প্রতিবাদ
মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিকি ইউনিয়নের প্রতিবাদ
মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন রোডে অবৈধ পরিবহন চলাচলের বিরুদ্ধে মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিকি ইউনিয়ন রেজিঃ নং ১৭৯ এবং হিউম্যান হলার পরিবহন শ্রমিকি ইউনিয়ন রেজিঃ নং ২১৭৮ এর এক প্রতিবাদ সভা সগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ থেকে নেতৃবৃন্দরা জানাই, কিছু সংখ্যক টাউট সংগঠনের নামে বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অবৈধ কাগজপত্র ও ভূয়া নামে এবং বৈধ কাগজপত্র বিহীন বাস-মিনিবাস, লেগুনা, মাহিন্দ্রা, ম্যাগজিমা, ব্যাটারি চালিত টমটম সহ আরো বেশ কয়েকটি গাড়ি চালিয়ে অরাজকতা করছে সড়কে।
এছাড়া নামে বে-নামে সংগঠনের নামে চাদাঁবাজি করে বেড়াচ্ছে। তার জন্য উচ্চ প্রশাসনীয় ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানিয়েছেন সংগঠন দুটি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিকি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, হিউম্যান হলার পরিবহন শ্রমিকি ইউনিয়নের সাঃসম্পাদক মোঃ সেলিম, সাংগটনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক, মোঃ টিটু, মোঃ রাসেল, সিদ্দিক, মোঃ দিদার, মোঃ জসিম উদ্দীন, মোঃ সেলিম সহ বিভিন্ন রোড কমিটির দায়িত্বশীল সদস্যরা।বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবিলম্বে কাগজপত্র বিহীন যান চলাচলের বিরুদ্ধে কঠোর আইনীব্যবস্থা গ্রহণ করে এবং সংগঠনের নামে চাদাঁবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।