চিটাগাং চেম্বারে সাপ্লাই চেইন রেসিলিয়েন্স শীর্ষক ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালার উদ্বোধন
হোসেন মিন্টুঃ
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এর যৌথ আয়োজন এবং ইউএনডিপি’র সহায়তায় ০৪ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২ (দুই) দিনব্যাপী সাপ্লাই চেইন রেসিলিয়েন্স এর দ্বিতীয় ধাপ ট্রেনিং অব ট্রেইনার্স প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।কর্মশালা উদ্বোধনকালে সংক্ষিপ্ত অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি ও বিসিই চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিকল্পনা কমিশন’র প্রোগ্রামিং ডিভিশন প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেন, এনআরপি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. নুরুন নাহার, ইউএনডিপি’র প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান, ইউএনডিপি’র ন্যাশনাল রেসিলিয়েন্স’র প্রকল্প ব্যবস্থাপক এস. এম. মোর্শেদ বক্তব্য রাখেন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন-ব্যবসায়ীদের কাজ বিনিয়োগ করা কিন্তু ব্যবসা পরিচালনা করেন প্রতিষ্ঠানে নিয়োজিত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাগণ। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা এ জাতীয় কর্মশালা আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চেম্বার সভাপতি কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানের ১১ জন অভিজ্ঞ কর্মকর্তাদের স্বাগতঃ জানান এবং ভবিষ্যতে এ জাতীয় প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা অর্জনের মাধ্যমে অবদান রাখার আহবান জানান। এ কর্মশালাকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের অন্যতম উৎকৃষ্ট উদাহরণ আখ্যায়িত করে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরিকল্পনা কমিশন’র প্রোগ্রামিং ডিভিশন প্রধান খন্দকার আহসান হোসেন জানান-পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকল্প পরবর্তীতেও বেসরকারি খাত তা এগিয়ে নিতে পারে। তাই বেসরকারি খাতের সাথে সমন্বয় করে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাপ্লাই চেইন রেসিলিয়েন্স’র কমর্শালা তার প্রতিফলন বলে মন্তব্য করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এনআরপি’র প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার বলেন-বর্তমান করোনা মহামারীর সময়ে সাপ্লাই চেইন এর প্রতিবন্ধকতা সবার নজরে আসে যেখানে বেসরকারি খাত অধিক ক্ষতিগ্রস্ত হয়। করোনা মহামারীসহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগেও যেন সাপ্লাই চেইন কার্যকরভাবে অব্যাহত থাকে তার একটি উত্তম পরিকল্পনা থাকা দরকার। এই পরিস্থিতি মাথায় রেখে তা হতে উত্তরণের লক্ষ্যে সরকার তথা এনআরপি’র এই উদ্যোগের সাথে থাকার জন্য চিটাগাং চেম্বার ও বিসিই-কে ধন্যবাদ জানান। ইউএনডিপি’র প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান বলেন-প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। তাই প্রতিটি বেসরকারি প্রতিষ্ঠানকে উক্ত ঝুঁকি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকা দরকার। বর্তমান করোনা মহামারীতে সাপ্লাই চেইন রেসিলিয়েন্স-এ সৃষ্ট প্রতিবন্ধকতা হতে শিক্ষা গ্রহণ করে এই বিষয়ে একটি উত্তম পরিকল্পনা গ্রহণে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান। ইউএনডিপি’র ন্যাশনাল রেসিলিয়েন্স’র প্রকল্প ব্যবস্থাপক এস. এম. মোর্শেদ বলেন-এনআরপি’র আওতায় এই ধরণের প্রশিক্ষণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রদান করা হবে। যার শুরু চট্টগ্রাম থেকে হওয়ায় তিনি সিসিসিআই ও বিসিইকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, গত মার্চে ১ম ধাপে বিভিন্ন স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ জন সাপ্লাই চেইন এক্সিকিউটিভদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তীতে এই ধরণের সাপ্লাই চেইন রেসিলিয়েন্স এর প্রয়োজনীয়তা উপলুব্ধ হলেও নিয়মিত ঢাকা থেকে আগত প্রশিক্ষক দ্বারা উক্ত কর্মশালা পরিচালনা করা প্রায় অসম্ভব। এই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ