২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে ১০ দফা দাবি আদায়ে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক
২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে ১০ দফা দাবি আদায়ে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক
মহানগর সংবাদদাতাঃ
আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ১০ দফা দাবি আদায়ের সমর্থনে গত ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি এই কর্ম বিরতীর ডাক দিয়েছেন বলে জানাই আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ নুরুল আবছার, তিনি আরো জানান, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে সরকারের কাছে ১০ দফা দাবী তুলে ধরা হয়েছে। সংগঠনের যৌক্তিক দাবীগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে বলে মানববন্ধনে নেতৃবৃন্দরা হুশিঁয়ারী উচ্চারণ করেন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মোঃ রুস্তম আলী খান।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের হৃদয়ে পুঞ্জিভূত ব্যাথা বিস্ফোরণ হওয়ার সময় অতি সন্নিকট। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি-সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুসা, নোয়াখালী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল বাহার, প্রাইমমুভার ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সা: সম্পাদক অলি আহমদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাঃ সম্পাদক আবদুচ সালাম, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সা: সম্পাদক মিজানুর রহমান, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোহেল, বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মোঃ এমদাদুল হক, জেলা ট্রাক-কাভার্ডভ্যান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু, চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহছান উল্লাহ চৌধুরী, আন্তঃজেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াছ, প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম খান, সা: সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব কে.এম মহিউদ্দিন ও বান্দরবান ট্রাক শ্রমিক ইউনিয়নের সাঃসম্পাদক মোঃ মুসা, কক্সবাজার ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাঃসম্পাদক মফিজুর রহমান, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থার সভাপতি হাজী মনির আহমদ, কাপ্তাই ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী লোকমান, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন প্রমূখ। মানববন্ধন সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের সকল পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।