সীতাকুণ্ড মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সীতাকুণ্ড মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এই স্লোগানে চট্রগ্রামের সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬সেপ্টেম্বর) বিকালে থানা চত্বরে উক্ত অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মোঃ আশরাফুল করিম।
অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি ডাকাতি, ছিনতায়, মহাসড়কে যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান অতিথি কে অবহিত করেন।প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম। এসআই মোঃ হােরুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক, ইন্টেলিজেন্স মোঃ আমিনুল ইসলাম, ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।