চট্টগ্রাম কাস্টমস হাউসের ৮ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে
মহানগর সংবাদদাতাঃ
আমদানি করা মালামাল খালাসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্মকর্তা ও সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন- রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুল হাসান মুন্সী, মো. মাহবুবার রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।

গতকাল (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদক উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

নিউজটি শেয়ার করুনঃ