হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াল মিজানুর
মাদারীপুর বিশেষ প্রতিবেদকঃ
মাদারীপুরের শিবচরের বিভিন্ন অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে বসতবাড়ির সহ ফসলি জমি এতে ক্ষতি হয়েছে কৃষক ও নিম্ন আয়ের মানুষের। নিলখী ইউনিয়নের বিভিন্ন গ্রামে তলিয়ে গেছে শত শত বাড়িঘর। ঘরে নেই খাদ্য, মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, এসময় বন্যায় কবলিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নিলখী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার।

নিলখী ইউনিয়নের প্রত্যেকটি বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ঘুরে তাদের সুখ দুঃখে বিষয়ে কথা বলেন। চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার তার নিজস্ব অর্থায়নে ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে বন্যাকবলিত মানুষকে বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেন। এ বিষয়ে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের কাছে জানতে চাইলে বন্যা ও নদীভাঙন কবলিত এলাকার মানুষের পাশে আমি ছিলাম এবং আছি। বন্যায় কবলিত মানুষের কষ্ট আমি বুঝি। আমি দ্রুত বন্যা কবলিত ও নদীভাঙন এলাকার আওতাধীন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুনঃ