সবুজ মানেই জীববৈচিত্রের এক অভয়ারণ্য—হাকিম আলী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেছেন, আজকের জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সবুজের যত্ম ও নিতে হবে। সবুজ মানেই জীববৈচিত্রের এক অভয়ারণ্য। এই সবুজায়ন থেকেই আমরা পাচ্ছি অক্সিজেনের জোগান। কাজেই বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও মানুষকে জাগিয়ে তোলার কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণে বাঁচবে এ পরিবেশ, সমৃদ্ধি হবে সোনার বাংলা এই শ্লোগাননিয়ে জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে গাছের চারা বিতরণ, ছাতা বিতরণ ও শ্রমিক সমাবেশে তিনিএসব কথা বলেন।

গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর সিআরবি শিরিষ তলায় নগর সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটু, বিশেষ অতিথি রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম আবদুর রহিম, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগঠনের সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ, সহসভাপতি জয়নাল আবেদিন, যুগ্ন সাধারণ সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ