১৮মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব পরিবেশ দেখা মিলল
প্রকাশঃ ১২ সেপ্টেম্বর ২০২১ | ৩:৩০
১৮মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব পরিবেশ দেখা মিলল হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১৮মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব পরিবেশ দেখা মিলল! বৈশ্বিক করোনায় নির্বাহী আদেশে বন্ধ থাকার প্রায় ১৮মাস পরে, স্বাস্থ্য বিধিমেনে এবং সরকারী ১৬ কঠোর নির্দেশিকা পালনের মধ্যে দিয়ে। আজ ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে গতকাল শনিবার দিনব্যাপি সারামহানগরে চূড়ান্ত প্রস্তুতি পরির্দশন করেন জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।সেই লক্ষে আজ রোববার সাপ্তাহিক কার্য্যদিবসের সূচনাতে পিইএসসি, এসএসসি, নবীন একাদশ-দ্বাদশ শ্রেনীর মাত্র দুই বিষয়ে ক্লাস চলবে বলে ডিসি শিক্ষা সূত্রে জানা গেছে।