তেপান্তরে ছড়ানো তোমার চুল
প্রদীপ দত্ত
দুচোখে পদ্মা মেঘনার ঢেউ বুকের মধ্যে বাসা বেধেছে রক্ত খেকো উঁকুন, শকুনেরা ওৎ পেতে আছে কখন ছিড়ে খাবে
লাল সবুজ পতাকা।
প্রিয়তমা তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়
পরাজিতরা হাত পা কামড়ায়
তাদের নখগুলো বেঁচে থাকে
প্রতিশোধের নেশায়।
প্রিয়তমা তোমাকে নিয়ে বড় ভয় হয়
চারিদিকে মুখোশধারীরা বন্ধুবেশে তোমার
তোমায় নিয়ে ভাবনা হয়।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ