পাগলা কুকুরের কামড়ে কিশোরের মৃত্যু
পাগলা কুকুরের কামড়ে কিশোরের মৃত্যু
মাদারীপুর বিশেষ প্রতিবেদকঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় দক্ষিণ মাইজপাড়া গ্রামে কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিফাত ঢালী(১৮) নামের
এক যুবকের মৃত্যু হয়েছে সে দক্ষিন মাজপাড়ার মোহাম্মদ ঢালীর ছেলে। আজ ( ১২সেপ্টেম্বর) মাঝরাতে ঢাকার এক হাসপাতালে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় যে, প্রায় ২ মাস আগে একটি পাগলা কুকুর রিফাত ঢালীকে কামড় দেয়। কামড়ের পরে কোনো ডাক্তারি চিকিৎসা না নিয়ে ফকিরের মাধ্যমে ঝাড় ফুকের চিকিৎসা নেয়।
পরে ২ মাসের শেষের দিকে তার জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসার জন্য মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলে জলাতঙ্কের উপসর্গ দেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয় এবং ঢাকায় বসে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে রিফাত ঢালী মারা যায়। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা সাইফুল সরদার বলেন, ২মাস আগে রিফাতকে কুকুরে কামড় দেয় কিন্তু সে কোন ডাক্তারি চিকিৎসা নেয়নি, সে ফকিরের মাধ্যমে চিকিৎসা করে। ২মাস পরে অসুস্থ হয়ে যায় এবং পানি খেতে চায় না, পানি দেখলেই পানিতে নাকি কুকুরের ছবি দেখতে পায়। এ অবস্থা দেখে রিফাত কে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, সেখানে বসে সে আজ রাতে মারা যায়।