বন্দর ইপিজেড-পতেঙ্গায় কয়েকটি স্কুলে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কার্যক্রম চলছে
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকার বেশ কয়েকটি স্কুলে আজও স্বাস্থ্যবিধি-শারীরিক দূরত্ব বজায় রেখে স্কুল কার্যক্রমের দৃশ্য দেখতে পাওয়া গেছে। তার মধ্যে বন্দরের বেগমজান হাইস্কুল, মেহের আফজাল উচ্চ বিদ্যালয়, দরবেশীয় সরঃপ্রাথঃ বিদ্যালয়, আজিজিয়া সরঃইপিজেডের কাটাখালী আলী শাহ, দঃ হালিশহর কেজি এন্ড হাই স্কুল, বিএন স্কুল গেট, দঃ হালিশহর উচ্চ বিদল্যায়, পতেঙ্গার-বেপজা স্কুল এন্ড কলেজ (স্টীল মিলস হাই স্কুল), পতেঙ্গা চসিক বালিকা বিদ্যালয়, পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মাইজপাড়া মাহামুন্নবী উচ্চ বিদ্যালয় এবং ৪১নং ওযার্ড এয়ারপোট সরঃপ্রাথমিক স্কুল গেইটে শরীরের তাপমাপার যন্ত্র, হাত ধোঁয়ার টেব, হ্যান্ডস্যানিটাইজার, শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস কার্যযক্রম সহ পাঠদান পদ্ধতি চোখে পড়ার মতোই ছিল।

গতকাল রোববার এবং আজ ১৩ সেপ্টেম্বর সোমবার সারাদিন ঘুরে সরজমিনে এই দৃশ্য ক্যামরা বন্ধি ও নিউজপ্যাডে লিপিবদ্ধ করি। এর মধ্যে কয়েকটি স্কুলের প্রধানদের সাথে কথা বলার চেষ্টা করে জানতে পারলাম। বেশকয়েকজন ছাত্র-ছাত্রীর প্রকৃত পক্ষে স্কুল ড্রেস ছাড়াই কোন মতে ক্লাস করছে। তবে সর্বপরি বোঝা গেল দীর্ঘ ১৮মাস পরে স্কুল খুলাতে শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ খুশি উৎফুল্য।

নিউজটি শেয়ার করুনঃ