সড়কে যেন রক্তের রহিত জল থৈ থৈ করছে
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বন্দরনগরীর ইপিজেড-পতেঙ্গা বিমানবন্দর সড়কের বেহাল অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তায় চলাচল করছে। ব্যস্ততম সল্টগোলা ক্রসিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত ফুটপাত-ড্রেন নালা সড়ক একাকার? বৃস্টি না হলেও , জোয়ারের পানি না আসলেও প্রতিদিন মানুষের নিত্য ব্যবহার্য্য পয়-নিস্কাসনের ব্যবহৃত পানি মূল সড়কে জমে তীব্র জল-যান ভুগান্তিতে নিরীহ পথচারী, অফিসগামী লোকজন, গার্মেন্টস শ্রমিক এবং বিমান-পর্যটনগামী যাত্রী সাধারণগণ।

এদিকে গত রোববার থেকে স্কুল–কলেজ মাদ্রাসা খুলাতে এই সড়কে আগের চেয়ে তিনগুন ব্যস্ততা বেড়ে গেছে। খানা-খন্দকে ম্যাক্সের পক্ষ থেকে ইট, কংকর, নুড়ি পাথর ভর্তিকরা গর্ত গুলো বন্দরের অতি ভারী যানের কবলে পিষ্ট হয়ে মিনিটের মধ্যেই হাওয়া হয়ে যাই সেই ইট, কংকর গুলো। একটি ভিআইপি সড়কে যেন রক্তের রহিত জল থৈ থৈ করছে। কর্তৃপক্ষের জরুরী আশাব্যঞ্চক পদক্ষেপ কামনা করছেন এই অঞ্চলে বসবাস করা নিরীহ জনগণ।

নিউজটি শেয়ার করুনঃ