ক্ষমা কোরো প্রিয়তম—প্রদীপ দত্ত
প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৫
ক্ষমা কোরো প্রিয়তম
প্রদীপ দত্ত
অশ্রুভেজা ভালবাসার ঋণে
ঋণী করলে জন্মান্তরে;
এ পার্থিব সংসারে জড়ালে
অশ্রজলে,
ভালবাসা,সপ্ন,বাঁচার নতুন
উদ্দমে ছুটবে চিতা পথে প্রান্তরে
সুখ, সপ্নের আশা নিয়ে।
তবু যদি এই হয় সময়ের সমাধান
দুহাত ভরে নিলাম স্পর্শ,গন্ধ,ভাললাগা
ভালবাসার সপ্ন সাধে গড়া জীবন কখনও
ব্যর্থ হয়না প্রিয়তম।
অনুরাগের বাধনে বাধা সম্পর্ক
চীরদিন অমলিন হয়ে রয় দূর
নক্ষত্রের মত বেঁচে রয় যুগে যুগে
রাধারা কৃষ্ণকে ভালবেসে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা