ধর্ষণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার
পাহাড়তলী থানা প্রতিনিধিঃ
পাহাড়তলী থানার মাইট্টাইল্লা পাড়া এলাকা থেকে ধর্ষণের অভিযোগে স্বামী ও সহযোগীতা করায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. সিরাজ (৫০) ও সাহেদা আক্তার পিংকি (৩২)।
মামলা সুত্রে জানা যায়, গত ৫ জানুযারী পাহাড়তলীর মাইট্টাইল্লা পাড়া এলাকার নাছিরের বিল্ডিংয়ের ৪র্থ তলার বাম পাশের একটি ফ্লাটের ভাড়া বাসায় ভিকটিমকে গৃহপরিচালক মোঃ সিরাজ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ফলে ভিকটিম এখন আট মাসের অন্তঃসত্ত্বা।
সে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ভিকটিমকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল। ভিকটিমের ধর্ষণের বিষয়টি অপর গৃহপরিচালক সাহেদা আক্তার পিংকিকে জানালে তিনি ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে বাসা হতে বাহির করে দেন।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে মো. সিরাজ ও ধর্ষণে সহযোগিতা করায় তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।