ছোঁয়া
প্রদীপ দত্ত
সবখানে তোমার ছোঁয়া
আর গন্ধ-
আমার অক্সিজেন সিলিন্ডার
হয়ে রয়ে গেছে,
তবু তোমার মনে সন্দেহের দানা
কেন আমি এমন করে ভালবাসি?
তখন তোমাকে আফ্রেদিতি মনে হয়
জানি দেবিরা রক্ত ছাড়া তুষ্ট নয়
প্রয়োজন জীবন বিসর্জন।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ