তারায় আব্বু—ইলা জাহান
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১:৪৮
তারায় আব্বু
ইলা জাহান
আকাশের এক তারা কে বললাম,
আব্বু, জানো তো!এখন জৈষ্ঠ মাস।
তাইতো! তাহলে আমার জন্য আম পাঠাবি
গোপালভোগ, খিরসাপাতি আর থাকুক কিছু আঁশ।
বললাম, তারা তে থাকো,
অনেক টা দূরে..
বলল হেসে, খুব কাছেই তো থাকি,
তাকিয়ে দেখিস ঘুরে।
শুধু কি আমই চাও?
কাঁঠালও তো তোমার প্রিয়..
সবচেয়ে প্রিয় তোরা,
তোর মা, দাদু আর দিদিও।
আচ্ছা আব্বু,
তুমি তারা-তে কেনো থাকো?
একা এত জলদি নতুন ঠিকানায়,
নিজের খেয়াল কি করে রাখো?
সব কিছুর তো সময় থাকে,
নিয়মের মাঝেই আমরা সবাই।
নিয়ম মতই চলে দিন রাত মাস
নিয়ম ভাঙার সময় হলেই হারাই।
দৈনিক নব দেশ বার্তা / কবি