মহান শিক্ষা দিবস উপলক্ষে চান্দঁগাও ছাত্রলীগের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত
চান্দঁগাও থানা প্রতিনিধিঃ
মহান শিক্ষা দিবস উপলক্ষে চান্দঁগাও ছাত্রলীগের উদ্যোগে চান্দঁগাও থানাধীন কিন্ডার গার্ডেন ও হেফজখানায় হাফেজ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমগ্রী বিতরন ও আলোচনা সভা চান্দঁগাও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুন নবী সাহেদের সভাপতিত্বে এবং সাধারন-সম্পাদক শহিদুল আলম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ তৎকালীন পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা সেই আত্মত্যাগীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৯৬২ সালের আন্দোলন ছিল প্রথম ও একমাত্র ছাত্র আন্দোলন, যা জাতীয়ভাবে সমগ্র ছাত্রসমাজকে আলোড়িত করেছিল এবং দেশের সুদূর প্রাসঙ্গিক পর্যন্ত সর্বস্তরের ছাত্রছাত্রীরা ওই আন্দোলনে অংশ নিয়েছিল। শিক্ষাব্যবস্থাকে সাম্প্রদায়িকতামুক্ত করার দাবি জানিয়ে বাষট্টির শিক্ষা আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার বিপরীতে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন, যার মূল বিষয় ছিল শিক্ষাব্যবস্থায় যে বিভক্তি রয়েছে তা দূর করে একমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থার প্রবর্তন ও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, দুর্নীতি বন্ধ, বৈষম্য দূর করা প্রভৃতি। সুতরাং সেই লক্ষ্য বাস্তবায়নের পথ থেকে যদি আমরা সরে দাঁড়াই-তবে বাষট্টির শিক্ষা আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। আমাদের উচিত আন্দোলনের সেই লক্ষ্য-উদ্দেশ্যগুলোকে অনুভব করে শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা। জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শ বুকে নিয়া আমাদের দেশ গড়ার লক্ষে কাজ করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে শিক্ষা ব্যবস্তাকে এতো অধুনিক ও উন্নীতকরণ জন্য। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ শাহানাজ পারভীন, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আহমদিয়া উদুদিয়া এতিমখানার হাফেজ হামিদুর রহমান, হাফেজ রাকিব। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মামুন পারভেজ, মোঃ সানি, চান্দঁগাও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম ফয়সাল, মোঃ মনিরুল আলম, সাইমুন পারভেজ, তসলিম হাসান মাসুম, নঈম উদ্দিন হাসান বিজয়, কাজী মোহাম্মদ আকিব, মোঃ নয়ন, শাহাদাত হোসেন আবিদ, ফারহান লাবিব জুয়েল, মোঃ রোহান, মুন্না, ফরহাদ আরফিন, মেহেদী হাসান, সাঈম, আবিদ, ইসতি, সাব্বির প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ